রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

বিদায়ী বছরের শেষদিকে এক প্রাণবন্ত আড্ডায় বসেছিলেন দেশের জনপ্রিয় নবীন-প্রবীণ তারকারা। আপাতদৃষ্টিতে সাধারণ আড্ডা মনে হলেও, এটি ছিল মূলত একটি ‘পরিবার’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’-এর সূত্র ধরেই এক ছাদের নিচে এসেছিলেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খানরা। দর্শকদের জন্য নতুন বছরের প্রথম কনটেন্ট হিসেবে আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ সিরিজটি। সিরিজটি মূলত ফ্যামিলি ড্রামা হলেও এতে হরর ও কমেডির মিশেল রয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাবেরী আলম বলেন, ‘একটি ইমোশনাল দৃশ্যে আমি তুষার ভাইয়ের (তুষার খান) বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলাম। কিন্তু ভুল করে আমি তাকে নিজের স্বামী ভেবে অভিনয় শুরু করি, যা নিয়ে খুব হাসাহাসি হয়।” এ প্রসঙ্গে আবুল হায়াত মজা করে যোগ করেন, ‘নাটকে তো আসলে তুষার স্ত্রী পায় না। এখানে স্ত্রী পেয়ে সে কনফিউজড হয়ে গেছে।’ রোজী সিদ্দিকী জানান, শুটিং সেটে তারা এতটাই হাসাহাসি করতেন যে পরিচালক বাধ্য হয়ে তাদের থামতে বলতেন। শুটিং অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বিনতে কামাল সম্পর্কে আরশ বলেন, ‘শুটিংয়ে গিয়ে

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ
বিদায়ী বছরের শেষদিকে এক প্রাণবন্ত আড্ডায় বসেছিলেন দেশের জনপ্রিয় নবীন-প্রবীণ তারকারা। আপাতদৃষ্টিতে সাধারণ আড্ডা মনে হলেও, এটি ছিল মূলত একটি ‘পরিবার’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’-এর সূত্র ধরেই এক ছাদের নিচে এসেছিলেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খানরা। দর্শকদের জন্য নতুন বছরের প্রথম কনটেন্ট হিসেবে আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ সিরিজটি। সিরিজটি মূলত ফ্যামিলি ড্রামা হলেও এতে হরর ও কমেডির মিশেল রয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাবেরী আলম বলেন, ‘একটি ইমোশনাল দৃশ্যে আমি তুষার ভাইয়ের (তুষার খান) বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলাম। কিন্তু ভুল করে আমি তাকে নিজের স্বামী ভেবে অভিনয় শুরু করি, যা নিয়ে খুব হাসাহাসি হয়।” এ প্রসঙ্গে আবুল হায়াত মজা করে যোগ করেন, ‘নাটকে তো আসলে তুষার স্ত্রী পায় না। এখানে স্ত্রী পেয়ে সে কনফিউজড হয়ে গেছে।’ রোজী সিদ্দিকী জানান, শুটিং সেটে তারা এতটাই হাসাহাসি করতেন যে পরিচালক বাধ্য হয়ে তাদের থামতে বলতেন। শুটিং অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বিনতে কামাল সম্পর্কে আরশ বলেন, ‘শুটিংয়ে গিয়ে বুঝলাম সুনেরাহ খুব ‘পোংটা’ বা চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে।’ অন্যদিকে সুনেরাহ বলেন, ‘আরশ যে সেটে গিয়ে সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে পারে, এটা আমার জানা ছিল না।’ কাস্টিং ও প্রত্যাশা পরিচালক আরাফাত মহসীন নিধি জানান, ছোটবেলায় যাদের পর্দায় দেখেছেন, তাদের নিয়ে মাল্টি-কাস্টিং প্রজেক্ট করার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন থেকেই এই বিশাল কাস্টিং। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে দর্শকরা যেন পারিবারিক গল্পের সঙ্গে একটু ফান এবং হরর ফিল পায়, সেই ভাবনা থেকেই ‘আঁতকা’র আগমন।’ সিরিজটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow