রাবিতে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

4 hours ago 4

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন মো. শিমুল (২১)। তিনি রাজশাহী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি রাজশাহী নগরীর মেহেরচন্ডী মধ্যবুথপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিমুল তার বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের কতিপয় ছেলে তাদের ধাওয়া করে। ছেলেটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড় তার পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে আহত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল প্রথমে তারা সড়ক দুর্ঘটনার কথা বলে। পরে তাদের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে জেরার মুখে তারা পিটিয়ে মারার কথা স্বীকার করে। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read Entire Article