রামপুরা সাব স্টেশনে ত্রুটি, ঢাকার অনেক স্থানে বিদ্যুৎ নেই

3 months ago 8

রামপুরা সাব স্টেশনের যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার অনেক স্থান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাতের মধ্যেই যান্ত্রিক সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২২ জুন) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় গ্রিড থেকে রামপুরা সাব স্টেশনে ২৩০/১৩২ কেভি গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে রাত সাড়ে ৯টা থেকে ঢাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই। কাজ চলছে আশা করছি রাত ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে সমস্যা কেটে যাবে।

রাত সাড়ে ৯ টায় হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বনানী, মগবাজার এলাকায় কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। আজিমপুর, নিউ মার্কেট এলাকাও রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এনএস/এমএসএম

Read Entire Article