রামপুরায় দেওয়ালচাপায় শিশুর মৃত্যু

2 months ago 33

রাজধানীর রামপুরায় টিভি সেন্টার রোড এলাকায় দেওয়ালচাপায় মো. জিসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জিসানের বাবা মিরাজ হোসেন বলেন, সকালে আমার ছেলে খেলা করছিল। হঠাৎ দেওয়াল ভেঙে তার ওপর পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলা উত্তর চরাইকান্দি গ্রামে। ঢাকার রামপুরার টিভি সেন্টার রোড কুঞ্জগড় এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

Read Entire Article