রামুতে চার শিশু ‘রহস্যজনক’ নিখোঁজ

2 months ago 6

কক্সবাজারের রামুতে জুমার নামাজে গিয়ে চার শিশু খোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর থেকে তারা নিখোঁজ বলে জানান পরিবারের সদস্যরা।

তারা হলো, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, অন্য সময়ের মতো তারা জুমার নামাজের জন্য বের হয়। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রামু থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তারা বাড়ি ফিরে না আসায় সবাই উদ্বিগ্ন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে সাধার ডায়েরি (জিডি) করার পর তাদের সন্ধান পেতে চেষ্টা চলছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

Read Entire Article