রাশফোর্ডে ভর করে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুভসূচনা

10 hours ago 2
নতুন ক্লাবে প্রথম ইউরোপীয় রাতটা যেন নিজের করে নিলেন মার্কাস রাশফোর্ড। দুর্দান্ত এক জোড়া গোল করে ইংলিশ ফরোয়ার্ড বার্সেলোনাকে এনে দিলেন চ্যাম্পিয়ন্স লিগে জয়, নিউক্যাসলের মাঠে ২-১ ব্যবধানে। ম্যাচ শুরুর প্রথম দিকেই নিউক্যাসল আক্রমণে চেপে ধরে বার্সেলোনাকে। গর্ডন, বার্নসরা একের পর এক সুযোগ তৈরি করলেও গোলপোস্টে দারুণ দৃঢ় ছিলেন তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়া। ধাক্কা সামলেও বার্সা ধীরে ধীরে খেলায় ফেরে, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেই বদলে যায় চিত্র। ৫৫ মিনিটে কুন্দের দারুণ ক্রসে হেড করে বার্সাকে এগিয়ে দেন রাশফোর্ড। এর ১১ মিনিট পরই আবারও আলো কাড়েন এই ইংলিশ তারকা। বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে জাল কাঁপান তিনি—যা রাতের সেরা মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে। নিউক্যাসল শেষ মুহূর্তে মারফির ক্রস থেকে গর্ডনের গোলে ব্যবধান কমালেও ম্যাচ জয়ের হাসি ধরে রাখে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমটা বার্সার শুরু হয়েছিল পরাজয়ে। এবার শুরু হলো জয় দিয়ে—আর সেই সাফল্যের কেন্দ্রে ছিলেন রাশফোর্ড। নতুন দল, নতুন মঞ্চে নিজেকে প্রমাণের প্রথম রাতেই বার্সা সমর্থকদের দিলেন বড় স্বস্তি।
Read Entire Article