রাশমিকার পেশাদারিত্বে মুগ্ধ ধানুশ

2 months ago 37

দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও রাশমিকা মান্দানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুবেরা’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা মুক্তির আগেই চমক ছড়াচ্ছে একের পর এক তথ্য আর গান দিয়ে । সম্প্রতি মুম্বাইয়ে সিনেমার একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের সামনে আবেগঘন এক স্মৃতিচারণ করলেন ধানুশ। সেখানে উঠে এলো রাশমিকার সঙ্গে শুটিংয়ের এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। খবর: টাইমস অব ইন্ডিয়া

অনুষ্ঠানটিতে গভীর আবেগভরে ধানুশ বলেন, ‘আমি আর রাশমিকা ময়লার ভাগাড়ে ৬-৭ ঘণ্টা শুটিং করেছি। পুরো সময়ে রাশমিকার ভাবটাই ছিল অন্যরকম, যেন কোনো দুর্গন্ধই পাচ্ছেন না। ওর পেশাদারিত্বে আমি মুগ্ধ।‘

তবে এখানেই থামেননি তিনি। ধানুশ  সেসময় সরাসরি কথা বলেন ভিন্ন বাস্তবতার। কিছু গণমাধ্যমকে  ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই বলেছে আমরা মাস্ক পরে শুট করেছি, এটা তেমন কিছু না। কিন্তু সেই দুনিয়াটা দেখুন, যেটা আপনি কখনও দেখেননি। আমরা অনেকেই সবসময় আমাদের আরামদায়ক জায়গায় থাকি। কিন্তু আমি সেই জায়গা থেকে উঠে এসেছি। আমি মাটির কাছাকাছি ছিলাম। শৈশবের সেই স্মৃতি ফিরে পেতে আবার সেখানে যাওয়া, আমার কাছে ছিল জ্ঞানগর্ভ ও আবেগঘন।‘

‘টাইপকাস্ট’ একই ধরনের চরিত্রে আটকে যাওয়ার ভয় নেই কি? এ প্রশ্নের উত্তরে ধানুশ বলেন, ’আমি প্রসেসরের মতো। আমি শুধু আমার পরিচালকদের দেওয়া ইনপুট প্রসেস করি। মূল কৃতিত্ব তাদের।‘

শেখর কামুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন ধানুশ, রাশমিকা মান্দানা ও নাগার্জুনা আক্কিনেনি।
 নির্মাতা জানান, সামাজিক বার্তাপূর্ণ এই সিনেমার বাজেট দাঁড়িয়েছে প্রায় ৮০-১২০ কোটি রুপি। আগামী ২০ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমার ভিন্নধর্মী গল্প, শক্তিশালী তারকা মেলা এবং শুটিংয়ের পেছনের এমন অকপট কথাবার্তা সব মিলিয়ে ‘কুবেরা’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং আবেগ আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ।

Read Entire Article