মানবপাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশের কত নাগরিক বাধ্য হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়েছেন, তার তথ্য চেয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো নাগরিকের বিদেশের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ আছে কি না তা নোটিশে জানতে চাওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ এ নোটিশ ডাকযোগে পাঠান। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও নীতি বিভাগের যুগ্ম-সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে আইনি প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।
আইনজীবী জুয়েল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠিয়েছে। একপর্যায়ে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়। যদিও এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তারপরও অনেকে বুঝে, না বুঝে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। তাই এর প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।’
এফএইচ/একিউএফ/জেআইএম