রাশিয়ান তেলে বিশাল মূল্যছাড় পাচ্ছে ভারত

রাশিয়ার উরাল গ্রেড তেলের মূল্যছাড় (ডিসকাউন্ট) আগস্ট মাসের পর থেকে তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেদ্ধাজ্ঞার প্রভাবের কারণে এই পরিবর্তন ঘটেছে, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ তেলসাপ্লায়ার প্রতিষ্ঠান রসনেফ্ট ও লুকয়েলকে লক্ষ্য করেছে। ইন্ডিয়া-নিয়ন্ত্রিত তেল বন্দরের জন্য রাশিয়ান উরাল তেলের ডেলিভারির ক্ষেত্রে ডিসকাউন্ট এখন প্রতি ব্যারেল ৫–৬ ডলারের নিচে, যেখানে এটি আগের সময়ে মাত্র ১–২ ডলারের নিচে ছিল। নিষেদ্ধাজ্ঞাগুলোর কারণে কিছু ভারতীয় রিফাইনার তাদের রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে অথবা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ভারতের বৃহত্তম বেসরকারি রিফাইনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তাদের জামনগর রিফাইনারি নভেম্বর ২০-এ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে। তারপরও, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে রফতানি তুলনায় বেশি মাত্রায় চলছে। রাশিয়া “শ্যাডো ফ্লিট” অর্থাৎ স্বল্পদৃশ্যমান বা সীমিত পরিচিতিপত্র-যুক্ত জাহাজব্যবহার করছে, যা তাদের নিষিদ্ধাজ্ঞার প্রভাব সামলাতে সহায়তা করছে। উপরন্তু, উরাল তেলের বর্তমান দাম এখনও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ৬০ ডলার/ব্যারেল সীমার নীচে রয়েছে, যা আমদানি-কারীদের

রাশিয়ান তেলে বিশাল মূল্যছাড় পাচ্ছে ভারত

রাশিয়ার উরাল গ্রেড তেলের মূল্যছাড় (ডিসকাউন্ট) আগস্ট মাসের পর থেকে তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেদ্ধাজ্ঞার প্রভাবের কারণে এই পরিবর্তন ঘটেছে, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ তেলসাপ্লায়ার প্রতিষ্ঠান রসনেফ্ট ও লুকয়েলকে লক্ষ্য করেছে।

ইন্ডিয়া-নিয়ন্ত্রিত তেল বন্দরের জন্য রাশিয়ান উরাল তেলের ডেলিভারির ক্ষেত্রে ডিসকাউন্ট এখন প্রতি ব্যারেল ৫–৬ ডলারের নিচে, যেখানে এটি আগের সময়ে মাত্র ১–২ ডলারের নিচে ছিল।

নিষেদ্ধাজ্ঞাগুলোর কারণে কিছু ভারতীয় রিফাইনার তাদের রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে অথবা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ভারতের বৃহত্তম বেসরকারি রিফাইনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তাদের জামনগর রিফাইনারি নভেম্বর ২০-এ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে।

তারপরও, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে রফতানি তুলনায় বেশি মাত্রায় চলছে। রাশিয়া “শ্যাডো ফ্লিট” অর্থাৎ স্বল্পদৃশ্যমান বা সীমিত পরিচিতিপত্র-যুক্ত জাহাজব্যবহার করছে, যা তাদের নিষিদ্ধাজ্ঞার প্রভাব সামলাতে সহায়তা করছে।

উপরন্তু, উরাল তেলের বর্তমান দাম এখনও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ৬০ ডলার/ব্যারেল সীমার নীচে রয়েছে, যা আমদানি-কারীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে এবং রাশিয়া ডিসকাউন্টেও রফতানি বজায় রাখতে পারছে।

সূত্র-রয়টার্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow