যুক্তরাজ্য আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এটি ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ হবে।
আইটিভি টেলিভিশনের এক খবরে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে আরোপ করা হবে।
এছাড়া, ২২ ফেব্রুয়ারি 'ডেইলি টেলিগ্রাফ' এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, যা রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হতে পারে।