রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

1 month ago 7
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের বিস্ফোরক ড্রোন হামলায় রাশিয়ার সু-৩০ নামে একটি যুদ্ধবিমান ধ্বংস এবং আরও ৪টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। সোমবার (৪ আগস্ট) এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা সুনির্দিষ্টভাবে ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সু-৩০ নামের একটি বিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। এ ছাড়া একই হামলায় আরও একটি সু-৩০ এবং ৩টি সু-২৪ জেট বোমা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। এসবিইউ বলেছে, রাশিয়ার সামরিক বিমানঘাঁটির অ্যাভিয়েশন ডিপোতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে স্পষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এতে অন্তত একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৪টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি ‘আংশিকভাবে প্রতিহত’ করা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা হচ্ছে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ধারাবাহিক সামরিক চাপ সৃষ্টির কৌশলের অংশ। ক্রিমিয়ার সামরিক ও সরবরাহ কেন্দ্রগুলোতে গত কয়েক মাসে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখলে নেয়ার পর থেকে অঞ্চলটি রুশ নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে।
Read Entire Article