রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাস

3 months ago 52
রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশেষ করে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে আরও ঘনিষ্ঠ হবে। চলতি বছরের ১৭ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগেই, এপ্রিল মাসে রুশ পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন দেয়। যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা নেই, তবে এতে উল্লেখ করা হয়েছে, উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক দৃঢ় হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইরান ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। চুক্তিতে অর্থনৈতিক খাতেও ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়েছে। বিশেষ করে আন্তঃব্যাংক লেনদেন বৃদ্ধি এবং জাতীয় মুদ্রায় বাণিজ্য প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি, ইরান এবং রুশ নেতৃত্বাধীন ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিও কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক হ্রাস পাবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আসবে। উল্লেখ্য, রাশিয়া ও ইরান উভয়ই বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে একে অপরের কৌশলগত মিত্র হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করছে।  
Read Entire Article