রাষ্ট্রকাঠামো পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি : রাশেদ প্রধান

1 month ago 18

রাষ্ট্রকাঠামো পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। আমরা প্রবাসী ভাইদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নরসিংদীর শিবপুরের বিশিষ্ট সমাজসেবক ফ্রান্সপ্রবাসী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ভার্চুয়াল পদ্ধতিতে জাগপায় যোগদান করেন।

ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে জাগপায় স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, এনামুল হকের যোগদানের মধ্য দিয়ে সাংগঠনিকভাবে জাগপা আরও শক্তিশালী হলো।

জাগপার এই সহসভাপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মসনদ থেকে ‘অনুগত’ শেখ হাসিনাকে হারিয়ে নরেন্দ্র মোদি দিশাহারা। তিনি এখন বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বানাতে চান।

রাশেদ প্রধান আরও বলেন, ইতিহাস সাক্ষী ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল পাকিস্তানের শক্তি হ্রাস করার জন্য, কোনো মহৎ উদ্দেশ্যে নয়। পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার যোগ্যতায় ভারত বাংলাদেশের বিজয় দিবস ছিনতাই করতে চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মো. মাহবুব উল আলম, ছাত্রনেতা মৃধা মিরাজুল ইসলাম রাজ, যুব জাগপার জনি নন্দী প্রমুখ।

Read Entire Article