বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি শীর্ষক মতবিনিময় সভা ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন বিএনপি ও তার সব অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে মতবিনিময় সভা শহীদ সবুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি শীর্ষক মতবিনিময় সভায় ৩১ দফার গুরুত্ব নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবার আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে। তাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে।
৬নং ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার মো. আল নাসের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।