রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় ছুরিকাঘাত, যুবক নিহত

23 hours ago 8

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় ছুরিকাঘাতে তৌফিক ভূইয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পত্তন ইউপির আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক উপজেলার আদমপুর গ্রামের আরু ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানের কর্মচারী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় ছুরিকাঘাতে তৌফিক ভূইয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন

স্থানীয়রা জনান, আদমপুর বাজারের পাশে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যান রেখে দুই চালক দোকানে নাশতা করতে যান। এসময় তৌফিক অটোরিকশা ও পিকআপের চালককে গাড়ি সরাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথম কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই চালককে আটক করা হয়েছে। মরদহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

Read Entire Article