রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

2 weeks ago 21

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা আই এফ রহমান আদি জানান, আমার বন্ধু শাকিল মোটরসাইকেল চালিয়ে আসছিল, আমি পেছনে বসে ছিলাম। কারওয়ান বাজারে অজ্ঞাত ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সামনে এসে পড়েন। এতে মোটরসাইকেল থেকে আমরা পড়ে যাই। শাকিলকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। আমি ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আদি নামের এক যুবক বৃদ্ধকে নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আটক রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর

Read Entire Article