রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

2 months ago 9

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওদাপাড়া ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তাদের ফার্মের কর্মচারী পলাশ হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ ও পলাশ রাস্তার পাশে অজ্ঞাত অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি ভ্যানে করে তাদেরকে আলমডাঙ্গা শহরের আল মদিনা ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পেছন দিক থেকে দ্রুতগতির কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। কিন্তু রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে, মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতিই হয়নি।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Read Entire Article