রাস্তায় এখন কিয়ার ইভি৫

5 hours ago 7
কিয়ার বিদ্যুচ্চালিত মডেল ইভি৫ দক্ষিণ কোরিয়ার বাজারে উন্মোচন হয়েছে। পরিবারকেন্দ্রিক ইলেকট্রিক স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) হিসেবে মডেলটি দেশটিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে কোম্পানিটি। এর আগে কিয়া ইভি৬, ইভি৯, ইভি৩ ও ইভি৪ বাজারে এনেছিল। কিয়ার ব্যবসা বিভাগের প্রধান জং ওয়ান-জং জানিয়েছেন, প্রচলিত এসইউভির আকারে তৈরি ইভি৫ কোরিয়ার ইভি বাজারে নতুন মান যোগ করবে। সাশ্রয়ী মূল্যের পারিবারিক ইভি খুঁজছেন এমন গ্রাহকদের কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় হবে। নতুন মডেলে হালনাগাদ নিরাপত্তা ব্যবস্থা ও ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হুন্দাই মোটর গ্রুপের অ্যাকসিলারেশন কন্ট্রোল অ্যাসিস্ট্যান্স থাকছে, যা দীর্ঘ সময় পেডাল চাপলে চালককে সতর্ক করবে। বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা হয়েছে চীনা ব্যাটারি নির্মাতা সিএটিএলের সেল। একবার চার্জে ইভি৫ প্রায় ৪৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। কিয়া জানিয়েছে, সরবরাহ চেইন বৈচিত্র্য আনতেই তারা চীনা ব্যাটারি ব্যবহার করছে। শুরুতে কোরিয়ান বাজারেই ইভি৫ পাওয়া যাবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে মডেলটি ইউরোপে এবং আগামী বছর কানাডায় রফতানি করার পরিকল্পনা রয়েছে। তবে শুল্ক ও প্রণোদনা নিয়ে অনিশ্চয়তার কারণে আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সিদ্ধান্ত নেয়নি কিয়া। প্রথমবার ২০২৩ সালের নভেম্বরে চীনে ইভি৫ উন্মোচন করা হয়, যা কিয়ার উৎপাদিত প্রথম ইভি। চীনের জিয়াংসু প্রদেশে তৈরি এই মডেল ইতোমধ্যে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ উদীয়মান বাজারে রফতানি শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সরকারি কর প্রণোদনা সুবিধাসহ কিয়া ইভি৫-এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৩৪ হাজার ৮০০ ডলার। সূত্র : কোরিয়া হেরাল্ড
Read Entire Article