রাস্তায় ফেলে যাওয়া সেই ২ শিশুর বাবা আটক
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়। এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক খোরশেদ আলম জানান, তিনি একজন অটোরিকশাচালক। কখনো কখনো বাঁশখালীর একটি ভাঙারির দোকানেও কাজ করেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। তিনি পরিবারসহ বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া। স্ত্রীর অপকর্মের কারণে আমার সঙ্গে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। এ সময় সংসারের কিছু জিনিসপত্র ও নগদ টাকাও নিয়ে যায়। স্ত্রী আমার ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষা করাতেন, এ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়।
এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক খোরশেদ আলম জানান, তিনি একজন অটোরিকশাচালক। কখনো কখনো বাঁশখালীর একটি ভাঙারির দোকানেও কাজ করেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। তিনি পরিবারসহ বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া। স্ত্রীর অপকর্মের কারণে আমার সঙ্গে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। এ সময় সংসারের কিছু জিনিসপত্র ও নগদ টাকাও নিয়ে যায়। স্ত্রী আমার ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষা করাতেন, এ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুগুলোর বাবাকে আমরা খুঁজে পেয়েছি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পুলিশের মাধ্যমে শিশুগুলোর বাবার সঙ্গে আমি কথা বলেছি। তার অভিভাবককে এখানে আসতে বলা হয়েছে। যেহেতু সে তার সন্তানদের নিয়ে যাওয়ার জন্য বলেছে সেটি আমরা পরে সিদ্ধান্ত নিব।
What's Your Reaction?