রাহিতুল ইসলামের নতুন উপন্যাস বাজারে

2 days ago 8

সাত বছর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন। বেতন ছিল লাখ টাকার মতো। ঝিনাইদহের ছেলে শামীম হুসাইন সেই চাকরি ছেড়ে দিলেন নিজের স্বপ্নপূরণের জন্য। তার স্বপ্ন গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেবেন। এই চিন্তা থেকে শুরু। এরপর প্রায় ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। সেই তরুণ-তরুণীরা এখন বাংলাদেশের জিডিপিতেও অবদান রাখছেন। নিজের স্বপ্নপূরণের পথে এখনো কাজ করে চলেছেন শামীম।

শামীম হুসাইনের এই দীর্ঘ সংগ্রামের ওপর ভিত্তি করে নতুন উপন্যাস লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। উপন্যাসের শিরোনাম ‘শামীম হুসাইন : ফ্রিল্যান্সার গড়ার কারিগর’। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রতিভাষা।

বই সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘শামীম এক পাগলাটে তরুণ। যেমন চাকরি পাওয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তেমন একটি চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেখানে বসে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিতরা দেশের জন্য অবদান রাখছেন, এতেই শামীমের প্রশান্তি। এই বই শামীমকে উপজীব্য করে লেখা হলেও পাঠক এখানে উপন্যাসের স্বাদ পাবেন। এর সবচেয়ে বড় কারণ শামীমের জীবন। তার জীবনটিই উপন্যাসের মতোন।’

নিজেকে নিয়ে লেখা বই প্রকাশের অনুভূতি সম্পর্কে শামীম হুসাইন বলেন, ‘আমাকে নিয়ে একটি উপন্যাস লেখা হতে পারে, এমন কল্পনাও করিনি কোনো দিন। লেখক রাহিতুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক স্বপ্ন অসমাপ্ত রয়েছে আমার। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই আজীবন।’

শামীম হুসাইন : ফ্রিল্যান্সার গড়ার কারিগর– এর মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপ এবং সব বইয়ের দোকানে। 

ঘরে বসে পাওয়া যাবে https://www.prothoma.com/product/47946/shamim-hussain-freelancer-gorar-karigor এই ঠিকানায়।

Read Entire Article