রাহুল-জাদেজার লড়াইয়ে ফলোঅন এড়ালো ভারত

1 month ago 21

ব্রিজবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে নেমে ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। টপঅর্ডারদের নাজুক অবস্থা দেখে মনে হয়েছিল ফলোঅনে পড়তে পারে রোহিত শর্মার দল। তবে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার লড়াইয়ে শেষ পর্যন্ত ফলোঅন এড়িয়েছে ভারত।

ফলোঅন করাতে ভারতীয়দের ২৪৬ রানের মধ্যে আটকাতে হতো অস্ট্রেলিয়ার। সেটি পারেনি স্বাগতিকরা। ৯ উইকেটে ২৫২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত। উইকেটে আছেন আকাশ দিপ ও জাসপ্রিত বুমরাহ। আলো স্বল্পতার কারণে খেলা শেষ হয়েছে আগেভাগেই। ভারত এখন পিছিয়ে আছে ১৯৩ রানে।

আজ মঙ্গলবার ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ২৩ রানে যোগ করতেই আউট হন থিতু হওয়ার চেষ্টায় থাকা রোহিত শর্মা। ২৭ বলে ১০ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ হন ভারতীয় অধিনায়ক।

ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি করেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। এটিই প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে বড় জুটি। ১৩৯ বলে ৮৪ রান (৮ চারে) করেন রাহুল। দলীয় ১৪৭ রানে অসি স্পিনার নাথান লিয়নের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন ডানহাতি ভারতীয় ওপেনার।

সপ্তম উইকেটে নিতীশ কুমার রেড্ডিকে নিয়ে ৫৩ রানের জুটি করেন জাদেজা। এই জুটিতে ভারতীয়দের স্কোর দুইশর কাছাকাছি চলে যায়। রেড্ডি ৬১ বলে ১৬ রান করে বোল্ড হন কামিন্সের বলে।

দ্রুত বিদায় হয় মোহাম্মদ সিরাজের। ১১ বলে ১ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যারের হাতে আটকা পড়েন তিনি। জাদেজাও কামিন্সের শিকার হন। দলীয় ২১৩ রানে অসি পেসারের বাউন্সি বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মিচেল মার্শের হাতে। আউট হওয়ার আগে করেন ১২৩ বলে ৭৭ রান (৭ চার ১ ছক্কা)।

ফলোঅন এড়াতে বড় ভূমিকা রাখে দশম উইকেটে বুমরাহ ও আকাশ দিপের ৩৯ রানের অপরাজিত জুটি। দুজনের খেলা দেখে ড্রেসিংরুমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি বিরাট কোহলি, রোহিত শর্মা ও ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ৩ ও ১টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লিয়ন।

এমএইচ/জিকেএস

Read Entire Article