রায়ের কপি হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত: ইশরাক ইস্যুতে সিইসি

3 months ago 40

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথগ্রহণ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের যা করণীয় তা করবো।

বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারে।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, অ্যাপিলেট ডিভিশনের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কী রায় আসে, কী ধরণের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করবো। মিডিয়ার হেডলাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।

ইসির আইনজীবী সেখানে ছিল কি না- এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন বলেন, আইনজীবীর সঙ্গে কথা হয়নি।

ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে দফায় দফায় ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া তিনি আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকেরা তাকে নানা প্রশ্ন করলেও এড়িয়ে যান সিইসি।

এমওএস/এএমএ/জিকেএস

Read Entire Article