রিকশা চালিয়ে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত এক রাষ্ট্রদূত মাথায় গামছা বেঁধে ও লুঙ্গি পরে রাস্তায় রিকশা চালাচ্ছেন। সঙ্গে যাত্রী হিসেবে রয়েছেন তার স্ত্রী। বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের কথা।
সোমবার (৩০ জুন) ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে এ চিত্র দেখা যায়।
৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে রিকশা ধরে রেখেছেন। এ সময় তার স্ত্রী যাত্রী হয়ে রিকশায় চেপে বসেন।
পরে এক বার্তায় অখিম বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাবো।
মূলত চার বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। বিদায় নেওয়ার সময় তিনি রিকশা চালিয়ে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান।