উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা ফলাফল পুনঃমূল্যায়নের (রিভিউ) আবেদন করতে পারবেন।
আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৫ অক্টোবর প্রকাশিত হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ফলাফল পুনঃমূল্যায়নের (রিভিউ) আবেদন করতে আগ্রহী যৌক্তিক কারণ দেখিয়ে তারা আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টার মধ্যে বার কাউন্সিলের সচিব বরাবর লিখিতভাবে আবেদন দাখিল করতে পারবেন।
- আরও পড়ুন
- হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা শুক্রবার, আসন বিন্যাস প্রকাশ
- হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯১ জন
তবে এরই মধ্যে যারা এই বিষয়ে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এফএইচ/এমআইএইচএস/এএসএম