রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

1 week ago 10

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র সোলায়মান হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালত শুনানি শেষে তাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান। তার আগে সিআইডি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এ মন্ত্রীকে আদালতে হাজির করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গত ১০ আগস্ট ভার্চুয়াল শুনানির মাধ্যমে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। 

Read Entire Article