রিমান্ড শেষে পুলিশের সাবেক দুই কর্মকর্তা কারাগারে

6 hours ago 5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জোবায়ের ওমর খান হত্যা মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) তাদের দুইদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর রাসেল সরদার তাদের কারাগার আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করে বরিশাল ডিবি পুলিশ। তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন মঙ্গলবার (১২ নভেম্বর) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীকে রাঙ্গামাটি জেলার কাউখালী (বেতবুনিয়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২২ আগস্ট জোবায়ের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি মহিউদ্দিন ফারুকী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়।

জেএ/এমএএইচ/এএসএম

Read Entire Article