তিন দিনের রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ।
পঞ্চগড় জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ইয়াছিনুল হক দুলাল বলেন, আসামিপক্ষের কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। এজন্য আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, ‘তিন দিনের রিমান্ড শেষে সুজন সাহেব সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। কাল আদালতে তার জামিন আবেদন দেওয়া হবে।’
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট নিখোঁজ হন আল আমিন নামের এক ইজিবাইক চালক। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
সফিকুল আলম/এসআর/জেআইএম