রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মড্রিচ

2 months ago 41

এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের মাঝমাঠে ছিলেন শৈল্পিক নিয়ন্ত্রণের প্রতীক। ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী লুকা মড্রিচ এবার পাড়ি জমাচ্ছেন নতুন গন্তব্যে। ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ৩৯ বছর বয়সী এই ক্রোয়েট কিংবদন্তি—এই খবর নিশ্চিত করেছে ক্লাব ও খেলোয়াড় দু’জনই।

২০১২ সালে যখন টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন, তখন ক'জনই বা ভেবেছিলেন যে তিনিই হবেন ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারদের একজন? ১৩ বছরের রিয়াল অধ্যায়ে মড্রিচ জিতেছেন রেকর্ড ২৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা শিরোপা, ৫টি ক্লাব বিশ্বকাপ ও ৫টি উয়েফা সুপার কাপ।

‘এই ক্লাব আমার জীবনের মানে বদলে দিয়েছে,’—মড্রিচ লিখেছেন এক আবেগঘন বার্তায়। ‘এখন বিদায়ের সময়। আমি কখনও চাইনি এই দিন আসুক, কিন্তু ফুটবলে শুরু আছে, শেষও আছে।’

আগামী শনিবার লা লিগার শেষ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষবারের মতো মাঠে নামবেন মড্রিচ। এরপর জুনে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে খেলেই শেষ হবে তার ঐতিহাসিক যাত্রা।

রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের অধিনায়ক লুকা মড্রিচের সঙ্গে একটি অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। রিয়াল মাদ্রিদ চিরকাল কৃতজ্ঞ থাকবে এমন একজন খেলোয়াড়ের প্রতি, যিনি ক্লাব ও বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি।’

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন— ‘লুকা মড্রিচ মাদ্রিদের হৃদয়ে চিরকাল জায়গা করে নেবেন। তার ফুটবল বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছে। রিয়ালের মূল্যবোধ তিনি প্রতিনিধিত্ব করেছেন নিঃস্বার্থভাবে।’

একটি ট্রফিশূন্য মৌসুম শেষ করে এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলোত্তি সরে দাঁড়াচ্ছেন, বদলি হিসেবে আসছেন সাবেক মাদ্রিদ তারকা ও বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসো।

মড্রিচের কথাতেই তার রিয়াল-ভালোবাসার রেশ স্পষ্ট, ‘যদিও ক্লাব বিশ্বকাপের পর আর এই জার্সি গায়ে দেব না, আমি চিরকাল একজন মাদ্রিদিস্তাই থাকব। হৃদয় ভরে বিদায় নিচ্ছি—গর্ব, কৃতজ্ঞতা আর অসংখ্য স্মৃতি নিয়ে।’

Read Entire Article