রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির ইতিহাস

2 weeks ago 14
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি আরেকটি নতুন মাইলফলক অর্জন করেছেন। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে নেতৃত্ব দিয়ে তিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।  পাচুকার বিপক্ষে ফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের বড় জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে আনচেলোত্তি রিয়াল মাদ্রিদের হয়ে তার ১৫তম শিরোপা নিশ্চিত করেন। তার এই অসাধারণ অর্জনের মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।  এই জয়ের মাধ্যমে আনচেলোত্তি ক্লাবের সাবেক কিংবদন্তি কোচ মিগেল মুনোজের রেকর্ড ভেঙেছেন। মুনোজ ১৯৫৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এবং ১৪টি শিরোপা জয় করেন, যার মধ্যে ছিল নয়টি লিগ শিরোপা এবং দুটি ইউরোপীয় কাপ। আনচেলোত্তি এখন তার নামকে আরও উজ্জ্বল করেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে।  শুধু রিয়াল মাদ্রিদই নয়, আনচেলোত্তি তার দীর্ঘ ক্যারিয়ারে অন্যান্য ক্লাবেও অসাধারণ সাফল্য দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি তিনি এসি মিলানের কোচ হিসেবে আরও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এই পাঁচটি শিরোপা তাকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ বানিয়েছে।  ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদের সামনে আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লা লিগায় তারা আগামী রোববার সেভিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এই ম্যাচে জয় পেলে ক্রিসমাসের সময় রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে উঠে আসতে পারে।  কার্লো আনচেলোত্তির এই ঐতিহাসিক অর্জন রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য গর্বের এবং ফুটবল বিশ্বে তার কিংবদন্তি মর্যাদাকে আরও সুসংহত করেছে।
Read Entire Article