দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন রুমানা আহমেদ। এশিয়া কাপের মতো মহাদেশীয় টুর্নামেন্টে তিন ম্যাচ একাদশে সুযোগ পান তিনি। তবে নামের সঙ্গে পারফরম্যান্স করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর বিশ্বকাপ স্কোয়াডে আর জায়গা হয়নি তার। যদিও ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে সংস্করণে দারুণ পারফর্ম করে ডাক পেয়েছিলেন টি-টোয়েন্টিতে। কিন্তু যে সংস্করণে ভালো কররেন, সে ওয়ানডে দলে ডাক না পেয়ে হতাশ ৩১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত পেজে রুমানা লিখেছেন, ‘অবদান এর পাল্লা ভারীকরে লাভ কী যদি মুল্যয়নই না থাকে। এত এত অভিজ্ঞতা প্রকাশ এর জায়গা ই পেলাম না। ৩১ শে বয়স্ক খেতাব, আর দূর থেকে দেখা অযোগ্য ঘোষণা সত্যি অনেক বেদনাময়। যে দিনগুলোর জন্য এত কষ্ট করা, দিন গুলীর দর্শক হয়ে যাওয়াটা হয়ত আর বেশী কষ্টদায়ক। সবকিছুর দায়ভার কাকে দিব।’
নিজের প্রচেষ্টার কমতি ছিল না জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দুটা বছর কতটা খারাপ করলে দলের বাইরে থাকা যায়! যাই হোক তর্কে বহুদূর। কষ্ট পাচ্ছি এই ভেবে যে আমি কী আমার সময় নষ্ট করলাম এতদিন? এতকিছুর পর ও আমি আশা নষ্ট করিনি । আমি গর্বিত , গর্বিত আমার অর্জন।’
বাংলাদেশের হয়ে একমাত্র এশিয়া কাপ জয়ের দলেও ছিলেন রুমানা।