রুয়েটে আবেদন বছরের শুরুতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

1 month ago 16

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে চান এমন শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা মাত্র ১১ দিন। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫। কোনো কোনো বিভাগের জন্য এই পরীক্ষার পরও দিতে হবে নির্বাচনী লিখিত পরীক্ষা, যার তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫।

রুয়েটে আবেদন বছরের শুরুতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

আর্কিটেকচার বিভাগসহ সব বিভাগে পরীক্ষা দিতে চাইলে আবেদন ফি দিতে হবে ১ হাজার ৪৫০ টাকা। তবে আর্কিটেকচার বাদে অন্যগুলোর জন্য আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।

রুয়েটে সর্বমোট ১ হাজার ২৩৫টি আসনের জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা, পদ্ধতি এমসিকিউ। এ ছাড়া ৩৫০ নম্বরের ২ ঘণ্টার লিখিত নির্বাচনী পরীক্ষায়ও অংশ নিতে হবে। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত আরও এক ঘণ্টার ১০০ নম্বরের ফ্রি হ্যান্ড ড্রয়িং বা মুক্তহস্ত অংকন পরীক্ষা দিতে হবে।

ভর্তি ও ভর্তিপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে।

এএমপি/আরএমডি/জিকেএস

Read Entire Article