নোভাক জোকোভিচের বয়স ৩৮, তবে তার কাছে সেটা যেন কেবলই একটা সংখ্যা। সার্বিয়ান টেনিস তারকা কোর্টে নামেনই যেন নতুন ইতিহাস গড়তে। চলমান ইউএস ওপেনে তিন রেকর্ড গড়ে নিশ্চিত করেছিলেন শেষ ষোলোতে খেলার যোগ্যতা। এই পর্বে গতকাল কোর্টে জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে দাপুটে পারফর্ম করে নিশ্চিত করেছেন কোয়ার্টারের টিকিট।
আর এমন দাপুটে জয়ের ম্যাচেও ছিল কীর্তির ছড়াছড়ি। এর মধ্যে এক রেকর্ডে সার্বিয়ান... বিস্তারিত