রেকর্ড টান্সফার ফি-তে লিভারপুল যাচ্ছেন লেভারকুসেনের ‘প্লেমেকার’

2 months ago 72

আগামী মৌসুম থেকে লিভারপুলে যোগ দিচ্ছেন বায়ার লেভারকুসেনের ‘প্লেমেকার’খ্যাত ফ্লোরিয়ান ভিরটজ। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে এমন এক চুক্তির মাধ্যমে দলে নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা, যার ফলে ২২ বয়সী এ তারকার মূল্য বৃদ্ধি পেয়ে ব্রিটিশ ট্রান্সফার ফি-তে নতুন রেকর্ডও হতে পারে।

ভিরটজকে দলে নিতে ১১৬ মিলিয়ন পাউন্ড (১৩৬ মিলিয়ন ইউরো) পর্যন্ত ট্রান্সফার ফি দিতে হতে পারে লিভারপুলকে, এমনটাই জানিয়েছে ইএসপিএন সূত্র।

সূত্র জানায়, লেভারকুসেন প্রথমে ভিরটজের জন্য ১২৬ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল। দর কষাকষিতে লিভারপুলের দুটি প্রস্তাব প্রত্যাখ্যানও করে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। শেষমেশ প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ইউরো ফি এবং অতিরিক্ত বোনাস হিসেবে ১৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত গ্রহণ করতে রাজি হয় লেভারকুসেন।

যদি এসব অতিরিক্ত বোনাসের শর্ত পূরণ হয়, তাহলে ভিরটজের ট্রান্সফার ফি ছাড়িয়ে যাবে মোইসেস কাইসেডোর রেকর্ডকেও। ২০২৩ সালের গ্রীষ্মে রেকর্ড ১১৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ইকুয়েডরের মিডফিল্ডার কাইসেডো।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন এর ১০০ আক্রমণাত্মক মিডফিল্ডারদের তালিকায় দুই নম্বরে ছিলেন ভিরটজ। এবার লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। এর আগে রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০২২ সালে দারউইন নুনেজকে দলে নিয়েছিল লিভারপুল।

২২ বছর বয়সী ভিরটজকে দলে ভেড়ানোর দৌড়ে লিভারপুল পেছনে ফেলেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবগুলোকে। অ্যানফিল্ডের শীর্ষ কর্মকর্তারা আশা করছেন, ভিরটজও ঠিক ভিরগিল ফন ডাইক এবং আলিসন বেকারের মতো দলে প্রভাব ফেলতে পারবেন।

ভিরটজ হচ্ছেন লিভারপুলের এই গ্রীষ্মে ট্রান্সফারের দ্বিতীয় সাইনিং। এর আগে লেভারকুসেনেরই আরেক তারকা জেরেমি ফ্রিমপংকে দলে ভিড়িয়েছে লিভারপুল। নতুন কোচ আর্নে স্লটের দল বোর্নমাউথের লেফট-ব্যাক মিলোশ কেরকেজকেও দলে ভেড়াতে আগ্রহী।

এমএইচ/এমএস

Read Entire Article