সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। লরিয়েলের বিজ্ঞাপনী দূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। ফ্রেঞ্চ রিভেরাঁয় মোট তিনটি লুকে ধরা দেন অভিনেত্রী। প্রথম দিনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেসে চোখ ধাঁধিয়ে দেন। আবার কখনো বা রাতপার্টিতে তার পোশাকে ফুটে ওঠে নক্ষত্র সমাহার!
কানের শেষ দিনে গুচির পোশাকে যখন ঝলমল করছিলেন কাপুর বধু, ঠিক তখনই... বিস্তারিত