রেমিট্যান্স যোদ্ধাদের সুখবর দিল বিমান বাংলাদেশ

2 months ago 10
রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,  সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে। এতে আরও বলা হয়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্স যোদ্ধাদের বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD ‘T’ ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী টিকিটের জন্য প্রযোজ্য এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।  এ ছাড়া প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Read Entire Article