কিশোরগঞ্জের ভৈরবে রেল স্টেশনের প্লাটফর্মে পড়েছিল একটি ব্যাগ। তখন স্টেশনের টহলরত পুলিশ ব্যাগটি হাতে নেন। কিন্তু ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে ব্যাগ খুলতেই এরমধ্যে মেলে এক লাখ ১৭ হাজার টাকা, দুটি মোবাইল এবং ব্যাংকের চেক বই। এরপর ব্যাগটি থানায় নিয়ে আসল মালিককে খুঁজে বের করে তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভৈরব স্টেশনের প্ল্যাটফর্মে একটি ব্যাগ পড়েছিল। সেখানে পুলিশের টহলদল ব্যাগটি দেখে উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে এরমধ্যে টাকার বান্ডিল পাওয়া যায়। কুড়িয়ে পাওয়া ব্যাগের প্রকৃত মালিককে না পেয়ে ব্যাগ থানা নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ফোনের মাধ্যমে ব্যাগের মালিককে শনাক্ত করে টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া ব্যাগের মালিক গোলাম মোস্তুফা বলেন, আমি সন্ধ্যা ৭টায় ভৈরব স্টেশন থেকে মহানগর গোধুলী ট্রেনে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠে দেখি ব্যাগ আমার হাতে নেই। কীভাবে পড়ে গেছে তা বুঝতে পারছি না। পরে পুলিশ আমার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পাওয়ার পর আমাকে পুনরায় ফেরত দিয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য। পুলিশের প্রতি আমার ধারণা পাল্টে গেছে। সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত আজ ভৈরব রেলওয়ে পুলিশ রাখলো তাতে আমি অভিভূত।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ব্যাগটি স্টেশনে পাওয়ার পর খুলে দেখি তাতে একটি টাকার বান্ডিল ও একটি চেক বই এবং দুটি মোবাইল। পরে তথ্যপ্রমাণের ভিত্তিতে গোলাম মোস্তুফা ব্যাগের প্রকৃত মালিক হাওয়ায় তাকে ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়। তবে লোকটির ভাগ্য ভালো ব্যাগটি অন্য কারো হাতে পড়েনি।
রাজীবুল হাসান/জেডএইচ/এএসএম

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·