রেললাইনে পড়ে ছিল মাথাকাটা মরদেহ

1 month ago 26
দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের ধার থেকে হাত বাঁধা ও মাথাকাটা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের হলদিবাড়ী ৩৭৬/৮ নম্বর রেল খুঁটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরদেহটি একজন পুরুষের। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। জানা গেছে, সকালে ঘটনাস্থলে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ সময় পার্বতীপুর রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মেরে রেললাইনে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার দুই হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন রেল থানার উপপরিদর্শক আব্দুর রউফ। তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Read Entire Article