যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে দলবল নিয়ে হানা ও হাঙ্গামা করার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করার নির্দেশনাও দেওয়া হয় নোটিশে।
এ বিষয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর বলেন, ‘কেন্দ্রীয় কমিটি সনিকে বহিষ্কার করেছে। দলের যে কেউ শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে দলে জায়গা নেই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ জুন স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরে রেস্ট হাউজে উঠেছিলেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। সেই খবর শুনে যশোর জেলা ছাত্রদলের সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে হানা দেন ও হাঙ্গামা করেন। পরে রেস্ট হাউজের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
মিলন রহমান/এসআর/জেআইএম