রেস্তোরাঁয় সদ্য রান্না করা এক হাঁড়ি স্যুপে প্রস্রাব করে দেয় দুই কিশোর। গোপনে তারা এ কাজটি করলেও শেষ রক্ষা হয়নি। এখন তারা বড় শাস্তির মুখোমুখি। এই ঘটনার দায়ে ওই দুই কিশোরকে ৩ লাখ ৯ হাজার মার্কিন ডলার (প্রায় ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার ১৮১ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গত ২৪ ফেব্রুয়ারি চীনের সাংহাইয়ে হটপট চেইন হাইদিলাও–এ ঘটনাটি ঘটে। দুই কিশোরের কাণ্ড জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত শুক্রবার আদালত ক্ষতিপূরণ দিতে দুই কিশোরকে নির্দেশ দিয়েছেন। এ অর্থ চীনের দুটি ক্যাটারিং কোম্পানি পাবে। খবর বিবিসির।
জানা গেছে, ১৭ বছর বয়সী ওই দুই কিশোর হাঁড়িতে প্রসাব করার ভিডিও ধারণ করেন। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তেই অনেক গ্রাহকের নজর কাড়ে ভিডিওটি। সৃষ্টি হয় ক্ষোভের। প্রকৃত ঘটনা জানতে উদগ্রিব হয়ে উঠে সবাই। খোঁজা হয় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত।
হাইদিলাও রেস্তোরাঁর সুনাম চীনজুড়ে। তাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় দেশ-বিদেশের পর্যটকরা সেখানে ভিড় করেন। কিন্তু স্যুপকাণ্ড ছড়িয়ে পড়ার পর গ্রাহকরা রেস্তোরাঁর ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনার পরবর্তী কয়েক দিনে ওই রেস্তোরাঁয় খেতে যাওয়া ৪ হাজারের বেশি গ্রাহককে তাদের বিল ফেরত দেওয়াসহ ক্ষতিপূরণ হিসেবে ১০ গুণ অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দেয় হাইদিলাও। অবশ্য প্রসাব মেশানো স্যুপ কেউ খেয়েছিল কি না, তা নিশ্চিত করে জানা যায়নি।
আদালত সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর মাদকাসক্ত ছিল। তাদের নিয়ন্ত্রণে রাখতে না পারায় জরিমানার অর্থ অভিভাবককে পরিশোধ করতে হবে।
এদিকে হাইদিলাও সব হাঁড়ি, চুল্লি, এমনকি টেবিলও বদলে ফেলেছে। জীবাণুমুক্তকরণ বাবদ তারা লাখ লাখ টাকাও খরচ করে।
আদালত রায়ে বলেছেন, ওই দুই কিশোর অপমানজনক কাজের মাধ্যমে কোম্পানির সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ন করেছে। এ ছাড়া এই ঘটনা জনগণের মধ্যে প্রবল অস্বস্তির সৃষ্টি করেছে। এ জন্য অভিযুক্তদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু হাইদিলাও স্বেচ্ছায় গ্রাহকদের যে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে, এর দায়ভার ওই কিশোরদের ওপর চাপানো যাবে না।