রোজার ঈদে টিভিতে মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা

2 hours ago 3

গেল বছরের কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’। সেদিক থেকে সিনেমাটি পুরনোই। তবে টিভির জন্য এটি একদম নতুন। কারণ এর আগে এই সিনেমা কোনো টিভিতে প্রচার হয়নি। প্রথমবারের মতো এটি মুক্তি পাবে টিভিতে।

আসছে রোজা ঈদে এ ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর হয়েছে।

সেই চুক্তিতে স্বাক্ষর করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা এবং ‌‘তুফান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ায় শাকিল।

এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হোসাইন এবং আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এবারের ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’ ছবির এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।’

গেল বছরের কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’। সেদিক থেকে সিনেমাটি পুরনোই। তবে টিভির জন্য এটি একদম নতুন

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ায় শাকিল বলেন, ‘তুফান’ শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। টেলিভিশনের বিশাল কলবরের দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।’

২০২৪ সালের ১৭ জুন মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যাপক জনপ্রিয়তা পায়। শাকিব খানের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন দেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কয়েক সপ্তাহ ধরে চলেছিল সিনেমাটি। বিদেশের বাজারেও খুব ভালো ব্যবসা করেছে ‘তুফান’।

দেশে-বিদেশে প্রেক্ষাগৃহে সাফল্যের পর এটি মুক্তি দেয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে। এবার ছবিটি দেখা যাবে টিভিতে।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article