রোজার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন তাহসান

গেল বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের বছর না পেরোতেই প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। জানা গেছে, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। আজ (১১ জানুয়ারি) রোববার তাহসান নিজেই জানালেন, গুঞ্জন নয়, খবরটি সত্য। তবে এ বিষয়ে কথা বলতে আগ্রহী না জানিয়ে তাহসান বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় প্রসঙ্গ। এখন এসব নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হোক, তখন দেখা যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব। এতটুকু বলতে পারি যে, সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়।’ আরও পড়ুনযে ৬টি সম্ভাব্য কারণে ভাঙছে তাহসান ও রোজার সংসারবিচ্ছেদের পথে হাঁটছেন তাহসান-রোজা চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়ে-হলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে ভক্তদে

রোজার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন তাহসান

গেল বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের বছর না পেরোতেই প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। জানা গেছে, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। আজ (১১ জানুয়ারি) রোববার তাহসান নিজেই জানালেন, গুঞ্জন নয়, খবরটি সত্য। তবে এ বিষয়ে কথা বলতে আগ্রহী না জানিয়ে তাহসান বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় প্রসঙ্গ। এখন এসব নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হোক, তখন দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব। এতটুকু বলতে পারি যে, সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়।’

আরও পড়ুন
যে ৬টি সম্ভাব্য কারণে ভাঙছে তাহসান ও রোজার সংসার
বিচ্ছেদের পথে হাঁটছেন তাহসান-রোজা

চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়ে-হলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান।

ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের পর নানান উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেছেন তাহসান-রোজা। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহসানভক্তরা।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow