রোনালদো-মেসির মধ্যে কাকে বেছে নিলেন রদ্রি?

1 month ago 29
২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী এবং ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি সম্প্রতি স্পেনের জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘এল হরমিগুয়েরো’-তে অংশ নিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন। তার মতে, মেসি ‘সর্বকালের সেরা’ এবং আরও পরিপূর্ণ খেলোয়াড়।  রদ্রির মতামত  রদ্রি বলেন, ‘লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রোনালদোও মেসির সমান হতে পেরেছেন, তবে সেটি তার প্রাকৃতিক প্রতিভা ছাড়াই। কিন্তু আমরা যারা তাদের বিপক্ষে খেলেছি, তারা পার্থক্যটা বুঝতে পারি। আমরা চাইতাম রোনালদো যেন বক্সের ভেতরে না আসে, কারণ তিনি সেখানেই মারাত্মক। কিন্তু মেসির বিপদ পুরো মাঠজুড়েই থাকে।’  তিনি আরও যোগ করেন, ‘যখন মেসি বল পেতেন, মনে হতো কিছু একটা বিপদ হতে যাচ্ছে। আমার ক্যারিয়ারের শুরুর দিকে তার কাছ থেকে বল কাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এত দ্রুত ডজ করতেন যে মনে হতো আমি যেন কোনো রিংয়ের ষাঁড়। সেই অনুভূতিটা ছিল ভয়ঙ্কর।’ পূর্ব অভিজ্ঞতা  রদ্রি ভিয়ারিয়াল এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি ও রোনালদোর বিপক্ষে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন। এর আগেও তিনি স্বীকার করেছিলেন যে মেসি এমন একজন খেলোয়াড়, যাকে তিনি সবসময় ভয় পেতেন।  রদ্রির সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা  ২০২৪ সালে রদ্রি ব্যালন ডি’অর জিতে সবাইকে চমকে দেন, যেখানে তিনি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলেন। এটি তার অসাধারণ এক মৌসুমের সাফল্যের মুকুট। সেবছর তিনি স্পেনের হয়ে ইউরো জেতেন এবং ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেন।  বর্তমানে এসিএল ইনজুরিতে ভুগছেন রদ্রি। তবে তিনি এই মৌসুমেই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী। সম্প্রতি তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। এখন মৌসুম দীর্ঘ হয়। ক্লাব বিশ্বকাপ শেষ হবে ১৩ জুলাই। আমি মানসিকভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই।’ এই ইনজুরিটি তিনি সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচে পান।  রদ্রির এই মন্তব্য মেসি-রোনালদো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে একজন খেলোয়াড় হিসেবে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা দিয়ে তিনি মেসিকে এগিয়ে রেখেছেন। 
Read Entire Article