এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসবে সৌদি ক্লাব আল নাসর- সূচি চূড়ান্ত হতেই ভারতজুড়ে আনন্দের ঢেউ। ক্রিশ্চিয়ানো রোনালদো আসবে তাদের দেশে খেলতে!
কিন্তু বিধিবাম, ক্রিশ্চিয়ানো রোনালদো এফসি গোয়ার বিপক্ষে খেলতে ভারতে এলেন না। তাকে ছাড়াই গোয়ার পন্ডিত জওয়াহেরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ম্যাচ খেলতে এলো আল নাসর।
ম্যাচে দারুণ লড়াই করলো এফসি গোয়া। তবুও আল নাসরের কাছে তারা হারলো ২-১ গোলের ব্যবধানে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয়েছিল এফসি গোয়া।
আল নাসরের হয়ে এই ম্যাচে ১০ম মিনিটে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হারুন কামারা। ৪১তম মিনিটে একটি গোল পরিশোধ করেন এফসি গোয়ার ব্রিসন ফার্নান্দেজ। ৯০+২ মিনিটে লাল কার্ড দেখেন ডেভিড তিমোর।
এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ডি গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। ৩ ম্যাচের একটিতেও জয় পায়নি এফসি গোয়া। তাজিক ক্লাব ইসতিকলল রয়েছে দ্বিতীয় স্থানে।
আইএইচএস/