রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ্যে

1 week ago 6

ফুটবল মাঠে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো ইন্টারনেট দুনিয়াতেও বেশ জনপ্রিয়। ফুটবল মাঠে তার কীর্তি নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই রোনালদোর নতুন পরিচয়, তিনি এখন ইউটিউবার। সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে নতুন চ্যানেল তৈরী বেশ সাড়া ফেলেছেন তিনি। কয়েকদিন আগে জানিয়েছিলেন, তার চ্যানেলে ইন্টারনেটে ঝড় তুলে দেয়ার মতো কোনো এক অতিথি আসবে।

রোনালদোর এমন ঘোষনার পরপরই শুরু হয় জল্পনাকল্পনা, কে আসছে রোনালদোর অতিথি হয়ে? অনেকেই ধারণা করছিলেন হয়তো রোনালদোর চ্যানেলে অতিথি হযে আসবেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিল বিশ্বের কোটি ফুটবল প্রেমিরা। কিন্তু রোনালদো তার অতিথি নিয়ে ইন্টারনেট দুনিয়াকে যেন কিছুটা হতাশই করলেন রোনালদো। কারণ, মেসি নয় অন্য একজন আসছেন তার নতুন অতিথি হয়ে; তবে তিনিও ব্যাপক জনপ্রিয়। ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তারও আছে।

ইউর ক্রিশ্চিয়ানো চ্যানেলে নতুন অতিথি হয়ে আসছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। গোটা বিশ্বেই যিনি মিস্টার বিস্ট নামেই সবচেয়ে বেশি পরিচিত। জনপ্রিয় ইউটিউব চ্যানেল মিস্টারবিস্টের কর্ণধার তিনি। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। আটশোর বেশী ভিডিও থাকা এই চ্যানেলটিই সাবসক্রাইবারের দিক থেকে সবার চেয়ে এগিয়ে।

মিস্টারবিস্টের অতিথি হওয়ার খবরটি খোদ রোনালদোই জানিয়েছেন তার ভক্তদের। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসরের পর্তুগিজ এই তারকা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান।

রোনালদোর ইউটিউব চ্যানেল ইউআর ক্রিশ্চিয়ানো মাত্র এক সপ্তাহের মধ্যেই ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছিল। রোনালদো তার চ্যানেলে ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা ছাড়াও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। এবার সেই চ্যানেলেই অতিথি হয়ে আসছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।

Read Entire Article