রোনালদোর গোল মাইলফলক, আল-নাসরের জয়ে উজ্জীবিত বার্তা

4 hours ago 3
সৌদি প্রো লিগে আল-ওয়েহদার বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার নায়ক হলেন। এই ম্যাচে গোল করে তিনি তার ক্যারিয়ারের ৯২৫তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। প্রো লিগে ধুঁকতে থাকা আল-নাসরের এ ম্যাচে জয় ভীষণভাবে দরকার ছিল, কারণ তারা লিগের শীর্ষ দল আল-ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। রোনালদোর গোলের সুবাদে সেই ব্যবধান এখন ৮-এ নেমে এসেছে, যা শিরোপার দৌড়ে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। জয়ের পর উচ্ছ্বসিত রোনালদো তার ইনস্টাগ্রামে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এভাবেই এগিয়ে যেতে হবে!’— যা দলের প্রতি তার আত্মবিশ্বাসের প্রকাশ। ৪০ বছর বয়সেও রোনালদো থামছেন না। তার ক্যারিয়ারের অবিশ্বাস্য ৯২৫তম গোলের পর, এখন তার লক্ষ্য আরও বড়—অবশেষে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। জয়ের ধারা ধরে রাখতে আল-নাসর আগামী শনিবার আল-ওরোবাহর বিপক্ষে মাঠে নামবে। রোনালদো কি এবারও দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবেন? উত্তরের জন্য অপেক্ষা শনিবার পর্যন্ত!          View this post on Instagram                       A post shared by Cristiano Ronaldo (@cristiano)  
Read Entire Article