রোমাঞ্চকর ফাইনাল জিতে চ্যাম্পিয়ন আকবর আলীর রংপুর

2 weeks ago 13

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে রাজ করলেন বোলাররা। ব্যাটারদের জন্য বধ্যভূমিতে পরিণত হওয়া সে ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো রংপুর।

লো স্কোরিং লড়াইয়ে নাইম শেখের ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। ৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়েছিল আকবর আলীর দল। শেষ পর্যন্ত ১১.২ ওভারে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে আকবর আলীর রংপুরের শানিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানেই শেষ ঢাকা মেট্রোর ইনিংস।

রংপুরের দুই পেসার আলাউদ্দীন বাবু এবং মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন বলে ঢাকা মেট্রোর ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে উড়ন্ত সূচনার বদলে ওই ৬ ওভারেই ১৮ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো।

দলটির প্রথম ৭ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন শুধু শামসুর রহমান শুভ। জাতীয় দলের এ সাবেক টপ অর্ডারের ব্যাট থেকে আসে ১৪ (২৮ বলে) রান এবং পরবর্তীতে সেটাই ঢাকা মেট্রোর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

সেখান থেকে আর সামনে বেরিয়ে আসা সম্ভব হয়নি। একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র ১৩ রানে আউট হলেও ঢাকা মেট্রোর পেস বোলার কাম লেট অর্ডার আবু হায়দার রনি শেষ দিকে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আরেক পেসার শহিদুলের সাথে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে ফেরেন হাত খুলে খেলার সামর্থ্য রাখা আবু হায়দার রনি।

বিস্তারিত আসছে...

এআরবি/এমএমআর/এএসএম

Read Entire Article