রোমান্টিক পোস্টারে রাম চরণ-কিয়ারা, দিলেন সুখবর

1 month ago 30

‘গেম চেঞ্জার’ সিনেমাটি আসছে বছরের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে। এ ছবি নিয়ে প্রত্যাশাও অনেক। এস. শঙ্কর পরিচালিত এই সিনেমাটি ১০ জানুয়ারি সঙ্ক্রান্তি উৎসবের সময় বড় পর্দায় মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।

সেটি আরও বাড়িয়ে দিলো তৃতীয় পোস্টার। যেখানে দেখা যাচ্ছে রাম চরণ এবং কিয়ারা আদভানিকে। পোস্টারে সুখবর দিয়ে জানানো হলো, শিগগিরই আসতে চলেছে সিনেমাটির নতুন গান।

নতুন পোস্টারে কিয়ারা ল্যাভেন্ডার রঙের একটি সুন্দর ড্রেসে হাজির হয়েছেন। অপরদিকে রাম চরণ তার সহ-অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছেন নিজে পার্পল রঙের স্যুট পরিধান করে।

পোস্টারের পটভূমি রক্তিম ঘাস এবং একটি পাথরের গির্জা, যা রোমান্সের অনুভূতি সৃষ্টি করে।

পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ঘোষণা করেছেন যে গেম চেঞ্জারের তৃতীয় সিঙ্গেল গান ২৮ নভেম্বর মুক্তি পাবে।
ঘোষণার পরপরই নেটিজেনরা মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘দারুণ পোস্টার। আশা করছি নতুন গানটিও সবাইকে মাতিয়ে দেবে।’

এর আগে দুটি গান প্রকাশ হয়েছে সিনেমাটির। প্রথমটি ‘জারাগান্দি’ ছিল একটি চমৎকার ডান্স ট্র্যাক। সেখানে রাম চরণ এবং কিয়ারা আদভানি দারুণ পারফর্ম করে দর্শকের মন জয় করেছেন। রাম চরণের জন্মদিনে চলতি বছর মুক্তি পায় গানটি।

দ্বিতীয় সিঙ্গেল ‘রা মাচা মাচা’ কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। এতে রাম চরণ একক ডান্স পারফরম্যান্স করেছেন।

রাজনৈতিক গল্পের সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ আইএএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন এতে। তার চরিত্রটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা পরিষ্কার করার লক্ষ্য নিয়ে কাজ করবে। ধারণা করা হচ্ছে সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে হাজির হবেন।

রাম চরণের বিপরীতে আছেন কিয়ারা আদভানি। এছাড়াও শ্রীকান্ত, এস.জে. সুর্য, জয়ারামসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

ছবির সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করেছেন থামান এস।

এলএ/জিকেএস

Read Entire Article