ইতালিয়ান ওপেনে যেন স্বাগতিকরাই ছিল সবচেয়ে বড় অসহায়। রোমের ক্লে কোর্টে লম্বা সময় ধরেই নারী একক কিংবা পুরুর এককে শিরোপার ছোঁয়া পাচ্ছিলেন না তারা। সেখানেই গেল পরশু ইতিহাস গড়ে টুর্নামেন্টটির নারী এককে ৪০ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়েছিলেন ইতালিয়ান টেনিস সুন্দরী জেসমিন পাওলিনি। সেই জয়ের পর পুরুষ এককের শিরোপারও স্বপ্ন দেখতে শুরু করেন স্বাগতিকরা।
এটিপি র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল... বিস্তারিত