রোহিঙ্গা ইস্যুতে লন্ডনে যা বললেন প্রেস সচিব

2 months ago 6

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গাদের জন্য অর্থসহায়তা না কমিয়ে এই সহায়তা যেন বাড়ে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ব্রিটেন যথেষ্ট সহায়তা দিচ্ছে। আমাদের তরফ থেকে অনুরোধ হচ্ছে এই সহায়তা যেন আরও বাড়ানো হয়। পুরো ইউরোপ ও আমেরিকাজুড়ে (পশ্চিমা দেশগুলোতে) অর্থ সহায়তা কমানো হচ্ছে। অনেকে অর্থ সহায়তা কমিয়ে ডিফেন্সে খরচ বাড়াচ্ছে। এর ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১০ জুন (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার ব্রিটেন অফার উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের কক্সবাজারে ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের মানবিক যে সহায়তা বা হিউম্যানিটেরিয়ান নিড (মাসিক রেশন, স্বাস্থ্য সেবা, খাবার, লেখাপড়া ও অন্যান্য বিষয়গুলো) সেগুলোতে প্রচুর টাকা লাগে। প্রতি মাসে ৫০ মিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হয়। এই টাকা জোগাড় করা অনেক কঠিন কাজ। এ টাকাটা কীভাবে জোগাড় হবে, এটার জন্য এখানে অনেক কথাবার্তা হচ্ছে।

এমইউ/এমআইএইচএস

Read Entire Article