রোহিঙ্গাসহ আরও ৩১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

2 months ago 8

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাতে পৃথকভাবে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এরমধ্যে ১৪ জন রোহিঙ্গা ও ১৭ জন বাংলাদেশি নাগরিক।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার ও ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জেলার জৈন্তাপুর উপজেলার বাগছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা কেন্দ্রী গ্রাম থেকে পৃথকভাবে আরও ১৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, লালাখাল সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ওই রোহিঙ্গারা অবস্থান করছিলেন। তারা মিয়ানমারের নাগরিক এবং ৫–৬ বছর আগে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল বলে জানা যায়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং ছয়জন শিশু। তাদের পরিচয় সংগ্রহের পর জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা কেন্দ্রী গ্রামে ১৭ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতজন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আহমেদ জামিল/আরএইচ/এএসএম

Read Entire Article